Tuesday, March 20, 2018

প্রথম চৌধুরীর নাম কি প্রমথ চৌধুরী | এবার বই এর ভিতরেই ভুল।


প্রমথ চৌধুরী #নাকি প্রথম চৌধুরী 😮

ভাষা শৈলী নামের একটি বইয়েতে প্রমথ চৌধুরীকে প্রথম চৌধুরী লেখা হয়েছে। আগে শিক্ষার্থীরা ভালো করে না দেখে ভুল করে প্রমথ চৌধুরীকে প্রথম চৌধুরী পড়তো। আর এখন বইতে লেখা প্রথম চৌধুরী, তাহলে বই দেখে ভুল পড়বে শিক্ষার্থীরা। বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক এবং একজন খ্যাতিমান লেখক এর নাম যদি বইতে ভুল লিখে শিখানো হয় তাহরে শিক্ষার্থীরা কি শিক্ষবে একটি বই থেকে?

যেটা আমার সঠিক দেখে অনিচ্ছাকৃত ভুল পড়তাম, আর এখন ভুল দেখেই ভুল শিক্ষবো?

No comments:

Post a Comment