█▓▒বন্ধু আমার ▓█
শরীফুল ইসলাম আরশ
বন্ধু আমার প্রাণ,
বন্ধু হলো দুই হৃদয়ের
বিনি সুতার টান।
বন্ধু হলো দুই হৃদয়ের
বিনি সুতার টান।
বন্ধু আমার ভিতর বাহির
বন্ধু চতুর্পাশ,
বন্ধু বিহীন এই জগতে
যেন নরক বাস।
বন্ধু চতুর্পাশ,
বন্ধু বিহীন এই জগতে
যেন নরক বাস।
বন্ধু আমার দিনের আলো
বন্ধু পথের দিশা,
বন্ধু বিহীন চারপাশে মোর
নামে অমানিশা।
বন্ধু পথের দিশা,
বন্ধু বিহীন চারপাশে মোর
নামে অমানিশা।
বন্ধু আমার জীবন জয়ে
বুকের মাঝে বল,
বন্ধু হলো মনের মিলন
নীলচে শতদল।
বুকের মাঝে বল,
বন্ধু হলো মনের মিলন
নীলচে শতদল।
বন্ধু আমার মনের মুকুর
নিজের ছায়া দেখা,
বন্ধু হলো বক্রতা নয়
সহজ সরল রেখা।
নিজের ছায়া দেখা,
বন্ধু হলো বক্রতা নয়
সহজ সরল রেখা।
বন্ধু আমার কান্না ভুলে
শুধুই হাসাহাসি,
বন্ধু হলো সুখে দুঃখে
থাকা পাশাপাশি।
শুধুই হাসাহাসি,
বন্ধু হলো সুখে দুঃখে
থাকা পাশাপাশি।
উৎসর্গঃ ২০১১ ব্যাচের পরীক্ষার্থীদের।
No comments:
Post a Comment