Sunday, August 2, 2015

অদ্ভুত এক স্বপ্ন

অদ্ভুত এক স্বপ্ন

স্বপ্ন দেখা নয়তো মানা
দেখ প্রতি ক্ষনে,
হরেক রকম স্বপ্ন মোদের
ঘুরপাক খায় মনে।

কারো স্বপ্ন ড্ক্তার হওয়া
কেউবা ইঞ্জিনিয়ার,
অদ্ভুত এক স্বপ্ন শুনলাম
পাড়ার রহিম মিয়ার।

স্বপ্ন তাহার পাখির মত
পেখম মেলে উড়ার,
ট্রাফিক জ্যামে খুব সহজে
গন্তব্য স্থানে ফেরার।

রহিম মিয়ার স্বপ্ন শুনে
প্রশ্ন মনে জাগে,
এমন স্বপ্ন দেখেছ কেউ
রহিম মিয়ার আগে।

স্বপ্ন তাহার বিফল হলেও
হতাশ তিনি নয়,
স্বপ্ন দেখতে টাকা কড়ির
খরচ নাহি হয়।

No comments:

Post a Comment